চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লালমনিরহাটে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২০ | ২:৫৮ অপরাহ্ণ

লালমনিরহাটের বুড়িমারীতে মো. শহীদুন্নবী জুয়েলকে(৫০) পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পৃথক তিন মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা তিনটি মামলায় ছয় জন আসামিকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, আমরা পুলিশসহ ৯টি সংস্থা প্রকৃতভাবে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। কোনও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, এজন্য আমরা সময় নিয়ে কাজ করছি।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, নিহতের জ্যাঠাতো ভাই সাইফুল আলম বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে আরও শত শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ১৬, ২০২০/৩১ অক্টোবর)। বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আরও শত শত অজ্ঞাত আসামি উল্লেখ করে পৃথক একটি মামলা দায়ের করেছেন (নম্বর-১৫, ২০২০/৩১ অক্টোবর)। এছাড়া পাটগ্রাম থানার এসআই মো. শাহজাহান বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছেন (নম্বর-১৪, ২০২০/৩১ অক্টোবর)।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট