৩১ অক্টোবর, ২০২০ | ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাসির উদ্দিন ইউসুফ নিজেই গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি শনিবার দুপুরে বলেন, “করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যেতে পারব। হাসপাতালে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাচ্চু ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা।
তার নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’, ও ‘আলফা’ সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।
এ দিকে করোনাআক্রান্ত হয়ে দেশে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১১টি ল্যাবে ১১ হাজার ৫৩২ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩২০ জনের শরীরে।
পূর্বকোণ/পিআর
The Post Viewed By: 149 People