৩১ অক্টোবর, ২০২০ | ১:৩২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে তল্লা এলাকার বাড়ির সামনে থেকে আব্দুল গফুরকে (৬৫) গ্রেপ্তার করা হয়।
সিআইডি নারায়ণগঞ্জ অফিসের বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বাইতুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়। অপর তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এছাড়া, পুলিশের দায়ের করা মামলায় তিতাস, ডিপিডিসি, স্থানীয় ইলেক্ট্রিক মিস্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল; তারা সবাই জামিনে রয়েছেন বলে জানান পুলিশ সুপার।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 115 People