৩০ অক্টোবর, ২০২০ | ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৫ জন। এছাড়া দেশে নতুন করে আরও ১ হাজার ৬০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহীত হয়েছে ১৪ হাজার ৩৩১টি, আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৪১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ লাখ ২৪ হাজার ৭৩০টি।
এছাড়া মৃত্যুবরণকারী ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন, আর নারী সাত জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুই জন করে এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 157 People