চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকায় আসতে পারেন এরদোগান

ঢাকায় আসতে পারেন এরদোগান

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮শীর্ষ সম্মেলন কিংবা মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে আসতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আজ বুধবার (২৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সকালে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে বাংলাদেশের জন্য উপহার হিসেবে করোনাভাইরাস প্রতিরোধী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার এসব চিকিৎসা সামগ্রী তুলে দেয়া হয়।

তুরস্কের পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন৯৫ মাস্ক, গাউন, কাভারঅল, ২০টি ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনাসামগ্রী দেয়া হয় বাংলাদেশকে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক দুই বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপহার সামগ্রী দেয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, পরিস্থিতির উন্নতি হলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ডি-৮ সম্মেলন বা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন। এ জন্য আমরা খুব আনন্দিত।

তিনি আরও বলেন, তুরস্কের নতুন মিশন উদ্বোধনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও অচিরেই ঢাকায় আসবেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট