৯ জুন, ২০১৯ | ১১:২৫ পূর্বাহ্ণ
পূর্বকোণ ডেস্ক
ফেনী সদরের ফতেহপুর রেলগেট এলাকায় র্যাবের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, এ সময় ২১ হাজার ৪’শ পিস ইয়বাসহ দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল (শনিবার) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি মাদক বিক্রেতা ছিল বলে র্যাব জানায়।
নিহতদের পরিচয় জানা যায় নি। তবে র্যাব জানায়, নিহত একজনের পকেটে একটি কাগজে পরিচয় পাওয়া গেছে।
পরিচয় পাওয়া ওই নিহত রুবেল সরকার (৩২) কুমিল্লার দেবীদ্ধার এলাকার বাগুড় গ্রামের হাবিজ সরকারের ছেলে।
র্যাবের ফেনীর ক্যাম্প ইনচার্জ এএসপি জোনায়েত জাহেদ পূর্বকোণকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফতেহপুর এলাকায় অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুঁড়েন। র্যাব পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আরো ৪/৫ জন পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে ২১ হাজার ৪’শ পিস ইয়াবাসহ ১ বিদেশী পিস্তল, ১টি ওয়ানশুটার গান, ২১ রাউন্ড গুলি ও ৫টি খোসা উদ্ধার করা হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। । এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
পূর্বকোণ/পলাশ