১ অক্টোবর, ২০২০ | ১১:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, গত ১১ সেপ্টেম্বর ডা. হোসেনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০ তারিখ থেকে তিনি হাসপাতালের আইইসিইউতে ছিলেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজ মারা গেছেন।
ডা. মুহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 189 People