২৯ সেপ্টেম্বর, ২০২০ | ৮:৩৪ অপরাহ্ণ
পূর্বকোণ ডেস্ক
এবার চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ মঙ্গলবার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের এই দাম নির্ধারণ করে দেন।
তিনি বলেন, ভালো মানের ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চালের দাম মিলগেটে ২৫৭৫ টাকা এবং মাঝারি মানের চালের দাম ২২৫০ টাকা। চাল ব্যবসায়ীরা এই দামে চাল বিক্রি না করলে আগামী ১০ দিনের মধ্যে সরু চাল আমদানি করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী, যিনি নিজেও পারিবারিকভাবে চালকল মালিক।
প্রথম বৈঠক শেষে খাদ্যমন্ত্রী ১৫ দিন আগে বাজারে চালের যে দাম ছিল, সেই দামে পুরো অক্টোবর মাস এই খাদ্যশস্য বিক্রি করতে চালকল মালিকদের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে চালের দাম নির্ধারণ করে দেন তিনি।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 139 People