২৭ সেপ্টেম্বর, ২০২০ | ৪:০২ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন স্ত্রী রিদিতা রেজার দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছেন ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, একটি বেসরকারি টিভিতে সংবাদ পাঠিকা ছিলেন রিদিতা রেজা। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শওকত আলী ইমনের সাথে তার বিবাহ হয়।
ওসি মনিরুল ইসলাম জানান, রিদিতা রেজা বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী শওকত আলী ইমনের নামে একটি মামলা দায়ের করেন।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 220 People