চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আলাউদ্দীন জিহাদির জামিন মঞ্জুর

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের প্রবীণ নেতা শাহ আহমদ শফীকে নিয়ে এক মন্তব্যের জেরে নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর জামিন মঞ্জুর করেছে আদালত।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করে।

নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, আলাউদ্দিন জিহাদির জামিন মঞ্জুর করেছে আদালত।

“চার্জ শিট দাখিল হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে।”

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত।

হেফাজতে ইসলামের প্রবীণতম নেতা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর ফেইসবুক একাউন্ট থেকে একটি মন্তব্যের জেরে নারায়ণগঞ্জের এক আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় ২০ সেপ্টেম্বর আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট