২৬ সেপ্টেম্বর, ২০২০ | ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
নদীমাতৃক এই দেশে নদী ও নৌকার ইতিহাস হাজার বছরের। কালান্তরে নদী সংকুচিত হয়েছে এবং হারিয়ে যাচ্ছে অনেক ধরণের নৌকা।
এরই ধারাবাহিকতায় নৌকার হারানো ঐতিহ্য নিয়ে দেশের দক্ষিণ উপকূলের সর্বশেষ জেলা বরগুনায় স্থাপন হতে যাচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।।বরগুনা জেলা প্রশাসন ‘মুজিব বর্ষ’ উপলক্ষে এই উদ্যোগ হাতে নিয়েছে।
বরগুনা জেলা প্রশাসন থেকে জানা যায়, জাদুঘরে হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে। হারিয়ে যাওয়া ১০০ নৌকা এই জাদুঘরে স্থান পাবে। জেলা আইনজীবী সমিতির পূর্ব পাশে পৌর গণগ্রন্থাগারের মাঠে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড, বিভিন্ন নৌকাশিল্পী, ফ্রেন্ডশিপ এনজিও’র প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জাদুঘরটির অবকাঠামো ও বিভিন্ন ধরণের নৌকা তৈরির কাজ চলছে। জাদুঘরে বিভিন্ন অঞ্চলের ১০০ নৌকা স্থান পাবে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসনের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
The Post Viewed By: 168 People