চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ব্যবসা করতেই এতদিন পর সরকার এন্টিজেন টেস্টের উদ্যোগ নিয়েছে: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২০ | ৭:২৪ অপরাহ্ণ

নিজেদের স্বার্থে ব্যবসা করতে এতদিন পর সরকার এন্টিজেন টেস্টের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনেএক কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশ্য বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না। তবে সরকার যদি নিজে অনুমোদন দেয় তবে জি কে কিট সরবরাহ করবে।’ তিনি বলেন, সরকার এখনো ভুলনীতিতে চলছে, তারা সময় মতো করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কীট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে কিন্তু সরকারকে অনুমোদন দেয়নি। তিনি মনে করেন, এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়িক। এখন বিদেশ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরকার ব্যবসায়িক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট