চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আশাহত হয়ে দেশ ছাড়লেন ড. বিজন কুমার শীল

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২০ | ১২:১৭ অপরাহ্ণ

করোনা মহামারী নিয়ে কাজ করার স্বপ্ দেখেছিলেন দেশের মানুষের জন্য কিছু করার। আবিষ্কার করেছিলেন নভেল করোনা ভাইরাস শনাক্তের র‌্যাপিড কিট। কিন্তুস্বপ্ন স্বপ্নই রয়ে গেলো ড. বিজন শীলের। তার কিটের অনুমোদন মেলেনি । তাই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে দেশ ছাড়লেন এই বিজ্ঞানী।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ড. বিজন কুমার শীল নিজেই। তিনি বলেন, এখন আমি বিমানবন্দরে অবস্থান করছি। সিঙ্গাপুরে চলে যাচ্ছি।

সিঙ্গাপুর থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসেছিলেন ড. বিজন। তিনি গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে শিক্ষকতা করছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণ শুরু হলে পূব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তা শনাক্তে অ্যান্টিজেন্ট ও অ্যান্টিবডি কিটের উদ্ভাবন করেন। তবে তা এখনো অনুমোদন দেয়নি সরকার।

গত জুলাইয়ে তার ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হয় । তারপর ওয়ার্ক ভিসার জন্য আবেদন করলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উত্তর দেয়া হয়নি। ফলে কাজ করতে না পেরে এক ধরনের বাধ্য হয়ে দেশ ছাড়লেন ড. বিজন। ওয়ার্ক ভিসার অনুমতি পেলে তিনি আবার বাংলাদেশে কাজে ফিরতে পারবেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট