চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফের বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি ৭৬৪৫৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২০ | ১০:৪৪ অপরাহ্ণ

এক সপ্তাহের ব্যবধানে আবারও সব ধরনের স্বর্ণের দাম বেড়েছে। প্রতি ভরিতে দুই হাজার ৪৫০ টাকা করে বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য গণমাধ্যমকে জানায়।

এর আগে গত ১০ সেপ্টেম্বরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস র্নিধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধও করেন তিনি।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় অনুযায়ী, প্রতি ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৪ হাজার ৫৬০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ২৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপা আগের মতই প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে ।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট