১৬ সেপ্টেম্বর, ২০২০ | ৫:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
২০২১ সাল পর্যন্ত পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পেঁয়াজের মূল্য নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এক শ্রেণির দেশীয় অসাধু ব্যবসায়ী ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি না করার সিদ্ধান্তের সুযোগ নিয়েছে। বছরে দেশে পেঁয়াজের ছয় লাখ টন ঘাটতি থাকলেও এ মুহূর্তে পেঁয়াজের কোথাও কোনও সংকট নাই।
পেঁযাজ
সাধারণ ক্রেতাদের পেঁয়াজ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে টিপু মুনশি জানান, শীঘ্রই ভারতের বিকল্প অন্যসব দেশ যেমন- মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। তাই এ মুহূর্তে পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 120 People