চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় ৪৬ দিনে সর্বনিম্ন মৃত্যু

অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২০ | ৩:৫২ অপরাহ্ণ

মহামারি করোনায় (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে  আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮২৩ জন। এছাড়া দেশে ১৩ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৬১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ১ অগাস্ট এ ভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছিল। এরপর প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ছিল তার চেয়ে বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ষাটোর্ধ্ব ১০ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চারজন ও সিলেট বিভাগে একজন  রয়েছেন। মৃত ২১ জনের মধ্যে ২০ জন  হাসপাতালে এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট