চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জাদুঘরে নতুন আঙ্গিকে উন্মুক্ত করা হল পরিত্যক্ত এফ-৬ যুদ্ধ বিমান

জাদুঘরে নতুন আঙ্গিকে উন্মুক্ত করা হল পরিত্যক্ত এফ-৬ যুদ্ধ বিমান

বিজ্ঞপ্তি

১৫ সেপ্টেম্বর, ২০২০ | ৯:৪১ অপরাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশ পারমাণবিক শক্তির ব্যবহারে বিশ্ব মানচিত্রে স্থান নিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিজ্ঞানকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে গ্রহণ করতে হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শোকাবহ আগস্ট স্মরণে বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণকালে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বিজ্ঞান জাদুঘরে প্রায় ২০ বছর পরিত্যক্ত অবস্থায় থাকা এফ-৬ যুদ্ধ বিমানটির আধুনিকীকরণ কাজ শেষে নতুন আঙ্গিকে তা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক আধুনিকীকরণ কাজ চলছে। এফ-৬ যুদ্ধ বিমানের সংস্কারে বাংলাদেশি মেধাবী প্রকৌশলী তানজিয়ার অবদান প্রশংসনীয়। বাংলাদেশে অবশ্যই একদিন বিমান তৈরি হবে। এই দেশের মেধাকে পৃষ্ঠপোষকতা করতে হবে। সরকারি কর্মচারীদের হৃদয় দিয়ে কাজ করতে হবে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট