চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সরকারিভাবে ৮ আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত হবে

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫০ অপরাহ্ণ

প্রতি বছর ৮ আগস্ট ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী’ উদযাপন ও দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রে ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, তথ্য মন্ত্রণালয় এ প্রস্তাব পাঠায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়ন করবে। দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকগুলোকে ‘ক’ শ্রেণিতে রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।-বাংলানিউজ

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট