চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাঁদ দেখা গেলে প্রশাসনকে জানানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০১৯ | ৪:২৬ অপরাহ্ণ

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে  বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কমিটিকে জানাতে টেলিফোন (৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭) ও ফ্যাক্স (৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১) নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আজ যদি শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ’র সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে।  

চাঁদ দেখা গেলে সভা থেকেই ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হবে।

অতীতে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ব্যতিক্রমও রয়েছে। তবে চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত দেশবাসীকে অপেক্ষা করতে হবে।
মঙ্গলবার রাজধানীসহ বাংলাদেশের কোনো স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে বুধবার ৩০ রমজানের রোজা শেষে বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট