স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানরত ৭০০ বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এসব বিদেশির ভিসার মেয়াদও শেষ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলাটি র্যাব তদন্ত করছে। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে র্যাবের তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে চাই না। আশা করি আপনারাও তা চান না। তাৎক্ষণিকভাবে গঠন করা তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে এসেছে। এখন সেই রিপোর্টটি রাজনৈতিক শাখার অতিরিক্ত সচিব একটি কমিটি করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পর করণীয় নির্ধারণ করব। আদালত চাইলে এটা আদালতের হাতেই তুলে দেয়া হবে।