চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রণব মুখার্জির মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রণব মুখার্জির মৃৃত্যুতে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক, বাংলাদেশে ২ সেপ্টেম্বর

পূর্বকোণ ডেস্ক

১ সেপ্টেম্বর, ২০২০ | ১২:৪৯ পূর্বাহ্ণ

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার দেশটিতে সাতদিনের শোক ঘোষণা করেছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এই শোক ঘোষণা করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়ে একাধিক টুইট করে স্মৃতিচারণ এবং শোক প্রকাশ করেছেন।

এদিকে, ৮৪ বছর বয়সী ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান এই রাজনীতিকের মৃত্যুতে আগামী বুধবার ৯২ সেপ্টেম্বর (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। সোমবার (৩১ আগস্ট) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ২ সেপ্টেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।

প্রসঙ্গত, সোমবার বিকেলে রাজধানী নয়াদিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রণব মুখার্জি। তাঁর মৃত্যুতে দেশ এবং দেশের বাইরে শোকের ছায়া নেমে এসেছে। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের বৃহত্তম প্রজাতন্ত্রের দেশ ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট