৩১ আগস্ট, ২০২০ | ৬:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
জি টু জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে রাশিয়া বাংলাদেশে টিকা দিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সাংবাদিকদের আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়া সরকার বাংলাদেশ এখানেই টিকা উৎপাদনে সক্ষম কি না- তা জানতে চেয়েছে। এতে তাদের অনুমতি মিলবে বলে জানিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া করোনা পরীক্ষার জন্য দুইটি পিসিআর মেশিনসহ এন্টিজেন টেস্টে বাংলাদেশকে কিট দেবে।
জাহিদ মালেক বলেন, বাংলাদেশে অক্সফোর্ডের গবেষকদের টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটের চুক্তি হয়েছে। সরকারিভাবেও টিকা আনার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত চীন ছাড়া অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে টিকার ট্রায়ালের জন্য আবেদন করেনি।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 142 People