২২ আগস্ট, ২০২০ | ১০:১৩ অপরাহ্ণ
পূর্বকোণ অনলাইন
শীতের আগেই দেশে করোনার সংক্রমণ কমে যাবে বলে মন্তব্য করেছেন অণুজীববিজ্ঞানী : ড. বিজন কুমার শীল। আজ শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন আবহাওয়ার পরিবর্তনের ফলে এমনটা হওয়ারই কথা ছিল। প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়। এখন গরম কমতে শুরু করেছে।’
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশে এই যাতায়াত ছিল ব্যাপক হারে। ফলে করোনাও মানুষের দেহে ভর করে বিভিন্ন স্থানে ছড়িয়েছে বলে মনে করেন তিনি । সে কারণে এখন আক্রান্তের সংখ্যাটা বেড়েছে। বর্তমান দেখা যাচ্ছে, করোনা মানুষকে আক্রান্ত করলেও তীব্রতা ও আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসে আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনও সাইন দেখা যাচ্ছে না। অনেকেই আবার আক্রান্ত হয়ে নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো ও সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাবে’। তবে তিনি সংক্রমণটা যত দ্রুত উঠছে তার চেয়ে দ্রুত নেমে যাবে। তবে শূন্যের কাছাকাছি যেতে আরো সময় লাগবে। আমার মনে হয়, শীতের আগেই পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 317 People