চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকা-১৮ আসনে প্রার্থী হচ্ছেন ভিপি নূর

ঢাকা-১৮ আসনে প্রার্থী হচ্ছেন ভিপি নূর

অনলাইন ডেস্ক

২২ আগস্ট, ২০২০ | ৩:২৪ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ সংসদীয় আসনের প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর।

নূর বলেন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছেন আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই। দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই জনগণ যদি চায় তাহলে তিনি ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হবেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নূরের নির্বাচনে অংশগ্রহণের প্রচারণা চালাচ্ছে নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেও এখনো নিবন্ধিত হতে পারেনি নূরের সংগঠন। সে ক্ষেত্রে স্বতন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচন এ বিষয়ে কিছু জানা যায় নি। তবে নতুন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্য নিয়েই নূরের সংগঠন এগুচ্ছে বলে জানা গেছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট