চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বর্ণের দাম আরেক দফা কমল

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২০ | ৯:৫৯ অপরাহ্ণ

আট দিনের মাথায় কিছুটা কমল স্বর্ণের দাম। আজ শুক্রবার (২১ আগস্ট) বেলা ২টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমান দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে পাওয়া যাবে ৭২ হাজার ২৫৮ টাকায়। যা আগে ৭৩ হাজার ৭১৬ টাকা ছিল। ফলে ভরিতে দাম কমল ১ হাজার ৪৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা ও ৫০ হাজার ৩৯ টাকায় বিক্রি হবে সনাতন পদ্ধতির সোনার অলঙ্কার।

প্রসঙ্গত, সর্বশেষ গত ১৩ আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমায় জুয়েলার্স সমিতি। এর আগে ৬ আগস্ট দেশের ইতিহাসে সর্বোচ্চ ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৭৭ হাজার ২১৬ টাকা।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট