চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জব্দ ষ্বর্ণসহ বিমানযাত্রী

শাহজালালে ৪০ লাখ টাকার স্বর্ণ মিলল বিমানযাত্রীর পায়ুপথে

ঢাকা অফিস

২ জুন, ২০১৯ | ২:০৬ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে আটশ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৪০ লাখ টাকা। আজ রবিবার (২ জুন) ভোরে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম সেলিম কেএইচ। তিনি কুয়ালালামপুর থেকে ভোর সাড়ে ৫টায় ঢাকায় অবতরণ করেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে বিজি-০৮৭ ফ্লাইটে আগত এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এর প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল সেই ফ্লাইটের যাত্রীদের দিকে নজর রাখে। গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রী সেলিমের কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাওয়া হয়।
তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করা হয়। কোনো কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নিলে তার দেহে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায়।
এরপর অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার পায়ুপথে স্বর্ণ রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আটটি স্বর্ণের বার বের করা হয়। এসব স্বর্ণবারের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
তিনি আরো জানান, যাত্রীর বিরুদ্ধে মামলা করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট