চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভুয়া করোনা রিপোর্টের দায়ে এবার রিজেন্টের এমডি গ্রেপ্তার

ভুয়া করোনা রিপোর্টের দায়ে এবার রিজেন্টের এমডি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে মেট্রোরেল প্রকল্পের শ্রমিকদের করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ জুলাই) ভোরে গোপালগঞ্জের একটি বাসা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা। তার বিরুদ্ধে মেট্রোরেলের ৭৬ শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দেয়ার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন।

এর আগে মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ কর্মীর ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট