চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে নতুন কর্মসংস্থান
ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে নতুন কর্মসংস্থান

ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে নতুন কর্মসংস্থান

অনলাইন ডেস্ক

১৮ জুলাই, ২০২০ | ১:৪০ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব এখন বিপর্যস্ত। এই বিপর্যস্ত বিশ্বে করোনা সংকটে বেকারত্ব বাড়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে করোনা সংকটে তাই নতুন কর্মসংস্থান অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই।

মহামারি করোনায় বাড়ছে দারিদ্র্য। তাই নতুন কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য কমিয়ে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাসটেইনেবল ডেভেলমেন্ট গোলের (এসডিজি) ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে দুটি হলো দারিদ্র্য। এসডিজির মেয়াদ শেষ হবে ২০৩০ সালে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং(সানেম)- এর নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, ‘মানুষ কাজ হারিয়েছে, আয় কমে গেছে, শহর ছেড়ে মানুষ গ্রামে চলে যাচ্ছে, সবকিছু মিলিয়ে দারিদ্র্য বিমোচনে আমাদের গত দেড় দশকে যে অর্জন তা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।’

বাংলাদেশ অর্থনীতি সমিতি বলছে, ২৬ মার্চ থেকে ৩০ মের মধ্যে সাধারণ ছুটির সময় বাংলাদেশের তিন কোটি ৬০ লাখ মানুষ কাজ হারিয়েছেন। যেকারণে বাংলাদেশ দারিদ্র্যসীমার নীচে চলে যাবে প্রায় ৪১ ভাগ মানুষ। ২০১৯ সালে এটা ছিল ২০.৫ ভাগ।

আর এ কারণে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য জিরো লেভেলে নামিয়ে এনে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন তিনি। সূত্র: ডয়চে ভেলে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট