চট্টগ্রাম শনিবার, ১০ জুন, ২০২৩

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী

১০-১৫ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত

পূর্বকোণ ডেস্ক

৩০ মে, ২০১৯ | ৪:১৭ অপরাহ্ণ

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে ধানের কম বাজার মূল্যের বিষয়ে সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, চাল রপ্তানি, উপকরণের দাম কমানো এবং আরো উন্নত জাত আবিষ্কার করে উৎপাদনশীলতা বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে। এগুলো খুব দীর্ঘমেয়াদি প্রক্রিয়া নয়। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে আমরা ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানি যেতে পারি। তা ছাড়া সরকার যাতে চাষিদের কাছ থেকে আরো বেশি চাল কিনতে পারে, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সরকারি ধান সংগ্রহের পরিমাণ ৫০ লাখ টনে উন্নীত করা হবে।
তিনি বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে কৃষককে লাভবান করার ক্ষেত্রে স্থানীয় রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেই এরশাদের আমল থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে কৃষককে লাভবান করার বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা ৩৬ টাকা কেজি দরে কিনছি, কিন্তু চাষি পাচ্ছে না। এ বাস্তবতা এতই কঠিন যে, কোনো পদ্ধতি বের করতে পারছি না, কীভাবে কৃষকের কাছ থেকে সরাসরি কেনা যায়।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বোরোতে কৃষক ন্যায্যমূল্য না পাওয়ায় খুবই দুঃশ্চিন্তায় রয়েছি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার গভীরভাবে চিন্তা-ভাবনা করছে।’

দুশ্চিন্তার কারণ উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ধান ভালো হলে আমরা খুশি হই, বাম্পার ফলন হয়েছে। ধানে আমরা ঘাটতি ছিলাম। সারা পৃথিবীতে আমরা খাদ্যের ঝুলি নিয়ে ঘুরে বেড়াতাম। সেই বাংলাদেশে ধান এতো উৎপাদন হয়েছে যে চাষিরা এখন এটাকে বার্ডেন মনে করছে।

তিনি বলেন, ইমিডিয়েটলি এ সমস্যার সমাধান করা কঠিন। আমরা বলি যে বাংলাদেশে মায়ের মুখের হাসি সোনালী ধানের শীষে। সোনালী ধান দেখে মানুষের মুখে হাসি ফোটে। কিন্তু এটা যে আমাদের জন্য এমন বিড়ম্বনা হবে আমরা ভাবিনি।

তিনি বলেন, এটার জন্য সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমরা আলাপ করেছি, খুবই দুঃশ্চিন্তায় রয়েছি। এটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তা-ভাবনা করছি, কী কী পদক্ষেপ নিলে এ পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং চাষির মুখে হাসি ফোটাতে পারি।

পূর্বকোণ/ ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট