চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শান্তিরক্ষী দিবসে বর্ণাঢ্য আয়োজন

৩০ মে, ২০১৯ | ৩:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। নীল আর সাদা বেলুন, ফেস্টুন দিয়ে সাজানো হয় পুরো ঘাঁটি। বুধবার (২৯ মে) সকালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস সমাবেশের উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান। বেলুন, কবুতর উড়িয়ে অনুষ্ঠান

উদ্বোধন করেন তিনি। আলাউদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের দক্ষতা ও যোগ্যতা, সরঞ্জাম ও প্রশিক্ষণের কারণে দেশের সুনাম বাড়ছে। সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যরা। তিনি বলেন, বাংলাদেশ এ বছর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের ৩১ বছরে পদার্পণ করেছে। ১৯৮৮ সালে সেনাবাহিনী প্রথম এ মিশনে অংশ নেন। এরই ধারাবাহিকতায় পুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা মিশনে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত ৪০টি দেশ অংশ নিয়েছে। স্বাগত বক্তব্য রাখেন এয়ার কমোডোর কামরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন জাতিসংঘের প্রতিনিধি ড. উবে চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওয়ারেন্ট অফিসার জয়নাল। -বাংলানিউজ
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বশান্তি রক্ষায় এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের ১ লাখ ৬৩ হাজার ৮৭৭ জন মিশন সম্পন্ন করেছেন। বর্তমানে কঙ্গো, লেবানন, মালি, দক্ষিণ সুদান, সুদান, হাইতি, যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশে মিশনে দায়িত্বরত আছেন ৬ হাজার ৫৮২ জন। নারী সদস্য হিসেবে মিশন সম্পন্ন করেছেন ১ হাজার ৬০৯ জন। বর্তমানে মিশনে দায়িত্বরত আছেন ১২৬ জন। এ পর্যন্ত ১৪৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন। ২২৭ জন পঙ্গুত্ব বরণ করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট