চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

করোনায় ডা. গোলাম কিবরিয়ার মৃত্যু

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২০ | ৩:১৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া জানান।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. গোলাম কিবরিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ডা. কিবরিয়া বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসর (এফডিএসআর) তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন চিকিৎসক। এদের মধ্যে ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট