চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

২৬ মে, ২০১৯ | ১১:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

রাজধানীতে বোমা বিস্ফোরণ পুলিশসহ আহত ২

রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের এক নারী এএসআই ও এক রিকশা চালক আহত হয়েছেন। আজ রবিবার (২৬ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম রাশেদা আক্তার বাবলি (২৮)। রিকশা চালকের নাম লাল মিয়া (৫০)। আহত অবস্থায় তাদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাশেদার বাম পায়ে ও লাল মিয়ার মাথায় ককটেলের আঘাত লেগেছে।

পল্টন থানার এসআই সৈয়দ আলী জানান, মালিবাগ মোড়ে পুলিশের গাড়িটি দাঁড় করানো ছিল। এ অবস্থায় গাড়িটি লক্ষ্য করে বোমা জাতীয় কিছু একটা হয়। বোমাটি গাড়ির পেছনের দিকে আঘাত করেছে। তবে কি বোমা তা এখনি বলা যাচ্ছে না। পরীক্ষা নিরীক্ষার পর তা জানা যাবে।

ট্রাফিক পূর্ব বিভাগের (সবুজবাগ) সার্জেন্ট এনামুল হক জানান, মালিবাগ মোড়ে ডিউটিরত অবস্থায় পুলিশের গাড়িতে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা এএসআই রাশেদা ও রিকশা চালক আহত হয়। তিনি জানান, রাশেদার বাম পায়ে ও রিকশা চালকের মাথায় আঘাত লেগেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট