চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাস্তায় ফেলে তিন ট্রাক আম ধ্বংস

পূর্বকোণ অনলাইন ডেস্ক

২৫ মে, ২০১৯ | ৮:৫৫ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কেমিক্যালযুক্ত তিন ট্রাক আম উদ্ধার করা হয়েছে। পরে এসব আম রাস্তায় ফেলে ধ্বংস করা হয়।

শনিবার (২৫ মে) দুপুরে আশুলিয়ার বাইপাইলের নূর মোহাম্মদ খান মার্কেট ও আজিজ সুপার মার্কেটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব আম উদ্ধার করে।

কৃষি কর্মকর্তাদের তথ্যমতে, বাজারে এখন যেসব আম বিক্রি করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণভাবে পরিপক্ব নয় বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক এ আমগুলো দেখতে পরিপূর্ণ পাকা মনে হলেও এগুলো ভেতরে পুরোপুরিভাবে কাঁচা। আমগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। বাজারে অভিযান চালিয়ে যেসব আম পাওয়া গেছে, তা এখন নয় বরং জুনের প্রথম সপ্তাহে বাজারে আসার কথা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ মে) নষ্ট ফল বিক্রির দায়ে জামালপুর শহরে দুই ফল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। শহরের মসজিদ সড়ক ও সকাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ খান এ আদালত পরিচালনা করেন।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট