চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদিতে বাংলাদেশি হজকর্মী নিয়োগ প্রক্রিয়া স্থগিত

সৌদি আরব সংবাদদাতা

৪ এপ্রিল, ২০২০ | ৩:০৭ অপরাহ্ণ

বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ২০২০ সালের পবিত্র হজ্জ মৌসুমে বিভিন্ন পদে মক্কা, মদিনা মনোয়ারা এবং জেদ্দার জন্য স্থানীয়ভাবে অস্থায়ী বাংলাদেশি হজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেদ্দা বাংলাদেশ হজ অফিস।

শনিবার (৪ এপ্রিল) মক্কা বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, বাংলাদেশ থেকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসল্লীদের সার্বক্ষণিক সেবা দেয়ার জন্য যেসব প্রবাসি বাংলাদেশি আবেদন করছিলেন করোনাভাইরাসের সংক্রমণ তথা সৌদি আরবে চলমান কারফিউ পরিস্থিতির কারণে তাদের ইন্টারভিউ নির্ধারিত তারিখে গ্ৰহণ করা যাচ্ছে না। তাই আপাতত স্থগিত করা হলো। আগামীতে পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরে আসলে সাক্ষাৎকারের তারিখ ও সময় পুনঃনির্ধারণ করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা বিজ্ঞপ্তি ও মোবাইলে এসএমএস করে জানিয়ে দেয়া হবে বলে ও জানান মাকসুদুর রহমান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট