চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সার্ভারে ত্রুটি

রেলওয়ের অনলাইন টিকিটের কী হবে?

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০১৯ | ৫:৫২ অপরাহ্ণ

আজ থেকে শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি। প্রতিদিন সর্বমোট ১২ হাজার অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবে যাত্রীরা। যার অর্ধেক টিকিটই থাকবে রেলের নিজস্ব অ্যাপস-এ। তবে সার্ভার ত্রুটি থাকার কারণে অ্যাপস থেকে টিকিট সংগ্রহে ব্যর্থ হয়েছে যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, টিকিট কালোবাজারির জন্যই আগাম টিকিটের সময় সার্ভার ডাউন করে দিয়েছে রেলওয়ে। আর এই অ্যাপস-এ থাকা ৬ হাজার টিকিট কিভাবে সংগ্রহ করা যাবে, তাও জানতে চেয়েছে রেল স্টেশনে টিকিট সংগ্রহে আসা যাত্রীরা।
সার্ভার ত্রুটির বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা মো. আনসার আলীর কাছে জানতে চাইলে তিনি পূর্বকোণকে বলেন, ‘সার্ভারের বিষয়টি মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ করে। তবে সার্ভার ত্রুটির কারণে যারা টিকিট সংগ্রহ করতে পারেনি, তারা আরো পাঁচ দিন সময় পাবে সার্ভার থেকে নির্ধারিত দিনের টিকিট সংগ্রহ করার। যদি তারপরও সার্ভার থেকে টিকিট সংগ্রহ করা না যায়, তাহলে যাত্রার পাঁচ দিন আগে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করা যাবে। কেননা, অ্যাপস-এ বিক্রি না হওয়া টিকিটগুলো স্বাভাবিকভাবেই স্টেশনে চলে আসে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট