চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক’

অনলাইন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:০৬ অপরাহ্ণ

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান তাকে টেলিফোনে জানিয়েছেন, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তার অবস্থা আশঙ্কাজনক।

সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত ৫ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কারও নাম প্রকাশ করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বাংলাদেশ সরকার তাদের নাম জানে। এ বিষয়ে এ কে আবদুল মোমেন বলেন, সিঙ্গাপুরে আক্রান্ত রোগীদের নাম সরকার জানে। তবে রোগীর ‘প্রাইভেসির’ স্বার্থে সিঙ্গাপুরে কর্তৃপক্ষ নাম প্রকাশ করতে চায় না।

জীবনশঙ্কায় থাকা ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩ দিন ধরে ওই বাংলাদেশি নির্মাণশ্রমিক আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্রে) আছেন। তার শরীরে ওষুধ কাজ করছে না। তাই চিকিৎসকরা বিচলিত হয়ে উঠেছেন।

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট পাঁচ বাংলাদেশি। সেখানেই তারা চিকিৎসাধীন।

গত শনিবার বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা সংবাদ সম্মেলনে বলেন, কোভিড–১৯–এ আক্রান্ত বাংলাদেশিদের একজন সিঙ্গাপুরের এনসিআইডিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। বাকিদের হাসপাতালে পৃথক ওয়ার্ডে চিকিৎসা চলছে। তাদের সঙ্গে কাজ করতেন বা মেলামেশা করেছেন, এমন আরও ছয় বাংলাদেশিকে কোয়ারেন্টাইন (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) করে রেখেছে সিঙ্গাপুর সরকার।

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার জন ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় হেলথ কমিশনের তথ্যমতে, বুধবার পর্যন্ত এ ভাইরাসে দুই হাজার চারজন মারা গেছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট