চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চীন থেকে আরও ১৭১ বাংলাদেশিকে ফেরত আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩১ অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, চীন থেকে ফিরতে ইচ্ছুক আরও ১৭১ জনকে দেশে আনার প্রক্রিয়া চলছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় চীনকে সব ধরনের সহায়তা করা হবে। করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক, হ্যান্ড সেনিটাইজারসহ কিছু প্রয়োজনীয় জিনিস বাংলাদেশ থেকে চীনে পাঠানো হবে।’

এ সময় করোনাভাইরাস শনাক্তে দুই দিনের মধ্যে বাংলাদেশকে ৫০০ কিট দেওয়া হবে বলে জানান চীনের রাষ্ট্রদূত।

এর আগে করোনাভাইরাস চীনের যে নগরী থেকে ছড়িয়েছিল, সেই উহান থেকে গত ১ ফেব্রুয়ারি ৩১২ বাংলাদেশিকে বিমানের একটি উড়োজাহাজ গিয়ে দেশে ফেরত আনে।

এরপর গত ১১ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার ফান্ডে আর কোনো পয়সা নাই। চীন থেকে বাংলাদেশিদের নিজ দায়িত্বে ফিরতে হবে।

এদিকে করোনাভাইরাসে (কভিড-১৯) একদিনে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে মোট ১ হাজার ৬৬২ জনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট