চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ২:০৭ অপরাহ্ণ

পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর কয়েক ঘণ্টা আগেই রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও রেখেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিার দাবিতে আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরুর কথা ছিল।

জানা গেছে, মিছিলটি শনিবার দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

তবে পুলিশ বলছে, এ কর্মসূচি পালনের কোনো রকম অনুমতি নেই।
নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরেরপুল পর্যন্ত মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। বিএনপি কার্যালয়ের মূল গেটের সামনেই রয়েছে শতাধিক পুলিশ। শক্ত নজরদারি রয়েছে গোয়ান্দা সদস্যদেরও। যাতে রাস্তায় যানজট কিংবা কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়, সে জন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট