চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

৬ দফা দাবি দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০১৯ | ৯:৫৭ অপরাহ্ণ

দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ রিসোর্স শিক্ষক পদে নিয়োগে অগ্রাধিকারসহ ছয় দফা দাবি জানিয়েছে।

আজ সোমবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে যোগদানের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব দাবি উত্থাপন করা হয়। চাকরিপ্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান। সভায় ছয় দফা দাবি তুলে ধরেন পরিষদের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ আহমেদ বলেন, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য। তাছাড়া রিসোর্স শিক্ষক নিয়োগের বিষয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের একটি প্রতিনিধিদল যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সেজন্য প্রচেষ্টা চালানো হবে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে সরকার সবসময় কাজ করছে। তাদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেজন্য শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের সব সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করবো।

উত্থাপিত দাবিগুলো হলো: বিশেষ ব্যবস্থায় নবম থেকে ২০তম গ্রেডভুক্ত সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রকাশিত ১০ম গ্রেডের ৩৮ নম্বর রিসোর্স শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে উক্ত পদে শুধু ব্রেইল পদ্ধতিতে পাঠদানের উপযুক্ত দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ, সব ধরনের নিয়োগ পরীক্ষায় ঢাবির শ্রুতিলেখক নীতিমালা ২৫-এর বি উপধারা মেনে চলা, দৃষ্টি প্রতিবন্ধীরা স্নাতক ডিগ্রি অর্জনের পর চাকরিতে প্রবেশের আগপর্যন্ত কমপক্ষে মাসিক ১০ হাজার টাকা করে বেকার ভাতা, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রতিবছর একবার দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগ ও তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে সর্বস্তরে সুযোগ দেওয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট