চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাজধানীতে নারীসহ আটক ১৩ রোহিঙ্গা

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২০ | ৬:০৪ অপরাহ্ণ

মানবপাচার চক্রের বিরুদ্ধে রাজধানীর আফতাবনগরে অভিযান চালিয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। র‌্যাব-৩ এর একটি দল রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালায়। অভিযানে নারীসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার আফতাবনগর ইমপেরিয়াল কলেজের বিপরীতে ২নং সড়কের ৪০ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানান তিনি।

র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আফতাব নগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসার ৪ তলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় প্রতারক চক্রের সদস্য কবির হোসেন ও ইমরানকে আটক করা হয়। কবিরই বাসাটি ভাড়া নিয়েছেন। কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বলে র‌্যাবকে জানিয়েছেন। সূত্র জানায়, রোহিঙ্গা নারীদের বিদেশে পাচারের উদ্দেশে এখানে আনা হয়। পার্সপোট অফিসের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাদের বাংলাদেশি পার্সপোটও তৈরি করা হয়েছে। তাদেরকে সড়ক পথে ভারত হয়ে মালোশিয়ায় পাচার করা হতো বলে জানান র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট