চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘গরু আনতে সীমান্তে গিয়ে মারা গেলে দায় নেবে না সরকার’

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়ে গুলিতে কেউ নিহত হলে তার কোনো দায়িত্ব নেবে না সরকার। রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চবিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।

নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার ভোরে বিএসএফ জওয়ানদের গুলিতে নিহত হন তিন বাংলাদেশি। এর মধ্যে বিএসএফ দুজনের লাশ নিয়ে গেছে। পোরশা সীমান্ত খাদ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা। আজ সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নেই।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা ভারত থেকে গরু আনতে দেব না। এজন্য আমাদের উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং বিজিবির রেজ্যুলেশন করা হয়েছে। এরপরও কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে গুলি খেয়ে মারা যায়, তার দায়দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট