চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলনে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান যীশু সেন

১৮ জানুয়ারি, ২০২০ | ২:২৪ পূর্বাহ্ণ

শুক্রবার সন্ধ্যায় জ্যোতিষ সম্মেলনের দ্বিতীয় দিনে গীমাস-এর সংগীতানুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ হতে আগত অতিথি, কাউন্সিল ও দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখার জন্য সংগঠক পলাশ কান্তি নাথের সঞ্চালনায় মাতৃ বিষয় আলোচনা, কৌতুক, নৃত্য, জাদু ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিজয় লক্ষ্মী দেবী। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. আনিসুল হক, প্রধান বক্তা ছিলেন তাপস কুমার নন্দী, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্য। সংবর্ধনা পেলেন গীমাস এর উপদেষ্টা শিল্পী চৌধুরী, সভাপতি রূপনা দাশ, সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে দাঁড়িয়ে বুকে হাত রেখে গাইতে দেখা যায় “ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…. ” এরপরে সমবেত সংগীতে অংশগ্রহণ করেন দৃষ্টি মজুমদার, নিঝুম দাশ বৃষ্টি, শিউলী শীল, অর্চিতা আচার্য ত্রয়ী, প্রীতু মল্লিক, চম্পা চৌধুরী, লিপি সরকার, শান্তা বড়ুয়া, রেশমি ধর, শর্মিলা দে ও ঐশী কুরী। একক সংগীত পরিবেশন করেন কার্তিক মজুমদার পলাশ, তন্দ্রা সিংহ, গীতা আচার্য, অনন্যা সোমা, কেয়া দাশ, পলাশ রণী, অর্পা দে। শিল্পীদের গাওয়া নানা ধরনের গান দিয়ে সাজানো অনুষ্ঠানটি দেখতে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কৌতুক অভিনয় করেন কমেডিয়ান আতাউল হাকিম, নৃত্য পরিবেশন করেন অদিতি সিকদার ও স্নেহা মুহুরী, জাদু প্রর্দশন করেন বিজেত্রী বসাক। যন্ত্রে সহযোগিতায় ছিলেন কীবোর্ডে সৈকত নন্দী, বেইজ গিটারে আদিনাথ চক্রবর্তী, লিড গিটারে সুচয়ন দে, তবলায় রিপন দাশ, অক্টোপ্যাডে অভিষেক দাশ।
এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেস ও বাংলাদেশ এস্টলজার্স সোসাইটি আয়োজিত তিনদিনব্যাপী ২৮ তম আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন, সংবর্ধনাপর্ব ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান চট্টগ্রামস্থ জেএম সেন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়। প্রথম দিন হতে তৃতীয় দিন পর্যন্ত ড. শ্রীরাম আচার্য্যের পরিচালনায় মঞ্চে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র জনাব আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি শ্রী ঊষাতন তালুকদার, বাংলাদেশ জাতীয় সংসদের এমপি জনাব নজরুল ইসলাম চৌধুরী,সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ আনিসুল হক, সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য, কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্য্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিএএস কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. জি কিবরিয়া, চিত্ত রঞ্জন আচার্য্য, বিশ্বজিৎ হালদার, ইয়াছিন আরাফাত মেহেদী, রাকিব হাসান, শেখ টুটুল, চিন্ময় আচার্য্য, ডিজি ইকবাল মাহমুদ, নেপাল থেকে আগত সাউথ এস্ট্রো ফেডারেশন কাঠমা-ু নেপালের চেয়ারম্যান ড.সহদেব বিষ্টা, ভাইস চেয়ারম্যান গনেশ্যাম ওভেদি, নেপাল জ্যোতিষ ফেডারেশন উপদেষ্টা কেশবরাজ যোশি, এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেস নর্থ ইস্ট জোন ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ড. বিশ্বজিৎ ভট্টাচার্য, ইটালিয়ান এস্ট্রলজার্স জেবি ম্যাজারিনো, এ কে আচার্য্য শ্যামল, বিজয় শর্মা, দুলাল আচার্য্য, দুলাল বড়ুয়া, সুজিত আচার্য্য,
বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ, উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর বিজয় লক্ষ্মী দেবী, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, পলাশ কান্তি নাথ রণি, এড. শুভাশিস শর্মা, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাংবাদিক কাঞ্চন মহাজন, সাংবাদিক কল্যাণ চক্রবর্তী, রুপনা দাশ, শিল্পী আর্চায, শিল্পী চৌধুরী। সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল, শাহজাদা স ম এনাম প্রমুখ। শেষে দেশী ও বিদেশী এস্ট্রলজার্সদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, মানব জাতির সঠিক দিক নির্দেশনায় অগ্রণী ভূমিকা রাখে জ্যোতিষ বিদরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট