চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যানুষ্ঠান

রূপান্তরের অভিব্যক্তি

১২ অক্টোবর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

অষ্টাদশ বর্ষে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম সংগঠনের নবম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভাঙ্গা গান’ অবলম্বনে নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটির শিরোনামে ‘রূপান্তরের অভিব্যক্তি’। আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৯, শনিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে প্রযোজনাটি পরিবেশিত হবে।

নৃত্যসন্ধ্যার প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী দূতাবাসের সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রাম-এর সভাপতি মিসেস শারমিন হোসাইন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট