চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবৃত্তি অনুষ্ঠান শ্রাবণের শোকগাথা

নাদো প্রতিবেদন

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘শ্রাবণের শোকগাথা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ আগস্ট ২০১৯, বিকেল ৫ টায় শহীদ মিনার পাদদেশে আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত চট্টগ্রাম অঞ্চলের সংগঠনসমূহ এতে অংশগ্রহণ করে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ আবৃত্তি আয়োজন। বঙ্গবন্ধুকে স্মরণ করে কথামালায় অংশ নেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান মাহফুজ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর ও তাসকিয়াতুন নুর তানিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আবৃত্তি করেন, শব্দনোঙ্গরের সভাপতি হাসান জাহাঙ্গীর, মুক্তধ্বনির সভাপতি মসরুর হোসেন ও আবৃত্তিশিল্পী নিশাত হাসিনা শিরীন।

প্রমা আবৃত্তি সংগঠনেরসহ-সভাপতি কংকন দাশ, বোধনের আবৃত্তি পরিষদের সঞ্জয় পাল, নির্মাণ আবৃত্তি অঙ্গনের অর্ণব বড়ুয়া, সুচয়ন ললিতকলা কেন্দ্রের অর্পনা দে, শব্দনোঙ্গরের সানজিদা তারিন, উচ্চারকের এনি চৌধুরী, ত্রি-তরঙ্গের দ্বীপা শীল, চবি আবৃত্তি মঞ্চের বোরহান ঊদ্দীন রব্বানী, অঙ্গন চবি’র তানহা ও দ্বীপ, তারুন্যের ঊচ্ছাসের রবি ভৌমিক, শৈশব বাচিক শিল্পচর্চা কেন্দ্রের সপ্তবর্ণা, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের ফারুক আযম, বর্ণ আবৃত্তি পাঠশালার সায়েদুল করিম সাজু, কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের দীপান্বিতা চৌধুরী, স্বদেশ আবৃত্তি সংগঠনের ফারুক হোসেন, স্পৃহা আবৃত্তি নীড়ের ফাইরুজ নাওয়াল, একুশের বিজয় চক্রবর্তী।

শিল্পীরা বঙ্গবন্ধুকে নিবেদন করে কবি শামসুর রাহমানের অভিশাপ দিচ্ছি, নির্মলেন্দু গুণের আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো, আসাদ চৌধুরীর তখন সত্যি মানুষ ছিলাম, কবি সুফিয়া কামালের ডাকিছে তোমারে, কামাল চৌধুরীর বাংলার কবি, এনামুল হকের মুক্তিযোদ্ধাসহ সেই রাতের কল্পকাহিনী, মুজিব মানে বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট