চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আগরতলা মাতিয়ে এলেন বিউটি ও জুয়েল নাদো প্রতিবেদন

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগরতলা প্রেস ক্লাবের উদ্যেগে এক প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতা মাতিয়ে রাখেন প্রায় দুই ঘণ্টা ব্যাপী। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় পোর্ট্রেট আর্টস এন্ড কালচার ইন্সটিটিউট এর সদস্যদেরকে। পোর্ট্রেট এর প্রতিনিধি হিসাবে অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিউটি দাশ, জুয়েল পাল, তবলাবাদক কানু চক্রবর্তী। তাদের চমৎকার পরিবেশনা ক্লাবের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদেরকে মুগ্ধ করে রাখেন। বিউটি একে একে পরিবেশন করেন, বন্দে মায়া লাগায়ছে, মধু কয় কয়, ও শ্যামরে তোমার সনে, আমার ঘুম বাঙ্গইয়া গেলা গো মরার কোকিলাসহ বেশ কয়েকটি বাংলা লোক সংগীত। জুয়েল পরিবেশন করেন-ও আমার দেশের মাটি, তোমাদের আর্শীবাদে প্রভৃতি গান।

ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাদেরকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছাস্মারক ও উত্তরীয় তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে ও সাধারণ সম্পাদক প্রণব সরকার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট