চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজান সাংস্কৃতিক পরিষদের বর্ণাঢ্য উৎসব

ফারমিনা বৃষ্টি

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন-দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে।’ আলো-আঁধারি মঞ্চের সমাবেত হয়ে কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের গানটি গেয়ে চলেছেন শিল্পীরা। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মিলনায়তনে জড়ো হওয়া দর্শকরাও বিমোহিত হয়ে পড়েন গানটির সুরে। হৃদয়ের গহীনে ভেসে যান সুরের মূর্ছনায়। গত ৫ জুলাই (শুক্রবার) এমনি এক বর্ষামুখর দিনে উৎসব মুখর হয়ে পড়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন।

শুদ্ধ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় রাউজান সাংস্কৃতিক পরিষদের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। গত ৫ জুলাই (শুক্রবার) বিকাল ৫টায় প্রদীপ জ্বালিয়ে রাউজান সাংস্কৃতিক উৎসব-২০১৯ এর উদ্বোধন করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাউজান সাংস্কৃতিক পরিষদের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী রানা। সংগঠনের পরিচালক সাজু পালিতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সৈয়দ ইউসুফ আমিন। উৎসবের কথামালায় অংশগ্রহণ করেন, ভারতীয় হাই কমিশনের এ্যাটাচি লোকনাথ চ্যাটার্জি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক শ্যামল কুমার পালিত, জনসন এন্ড জনসন ভিশন বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার দীপ নারায়ণ চৌধুরী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাইদুর রহমান টিপু, সারজু মো. নাসের, পরিচালক হাবিবুর জাকারিয়া রাসেল, পূবালী ব্যাংক ব্যবস্থাপক রিপন চৌধুরী, ইউনিয়ন ব্যাংক কর্মকর্তা রিপন দেব, সংগঠনের সভাপতি প্রবীর মহাজন, সাধারণ সম্পাদক জহির উদ্দীন ও জয় ভট্টাচার্য্য প্রমুখ।

উৎসব আয়োজনে সংগীত পরিবেশনায় অংশ নেন, রাউজান সাংস্কৃতিক পরিষদের শেলী পালিত, রিতু বড়ুয়া, সুমন চৌধুরী, রুবেল চৌধুরী, আনিকা চৌধুরী, লুপর্ণা মুৎসূদ্দী, শান্তা দেব, অনামিকা চৌধুরী, সামিয়া মুনতাহা প্রমি, সৌভিক চৌধুরী তন্ময়, সীমান্ত বড়–য়া, প্রিয়া দাশ, ইমন দেব, জয় বড়–য়া, শামীম হোসাইন, সাগর ভট্টাচার্য্য, দূর্জয় চৌধুরী, শারমিন সুলতানা ঝুমুর, তৃষ্ণা খাস্তগীর, রিয়া চৌধুরী, মৌমিতা দে, লাবণ্য দে, রিপা দে পূজা প্রমুখ। আমন্ত্রিত সঙ্গীতশিল্পী কান্তা দে, আবৃত্তিতে অংশ নেন, সাজু পালিত, মুজাহিদুল ইসলাম, শ্রাবণী দাশগুপ্তা, প্রণব চৌধুরী, লুবাবা ফেরদৌসী সায়কা, সোমা মুৎসুদ্দী, মৌহিনী সংগীতা সিংহ, নয়নিকা পালিত ও গার্গী দেব। দলীয় নৃত্য পরিবেশন করেন রাউজান সাংস্কৃতিক পরিষদের নৃত্য শিল্পীরা। দলীয় আবৃত্তিতে অংশ নেয় একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র। কমেডিতে ছিলেন মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠান উপাস্থাপনায় ছিলেন মৌহিনী সংগীতা সিংহ, তন্ময় ধর। অনুষ্ঠান সহযোগীতায় ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রাম, রাউজান ইংলিশ স্কুল, রেহানা এন্টারপ্রাইজ ও শতাব্দী এসোসিয়েট ফ্লামিংগো ট্যুারস এন্ড ট্রাভেলস।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট