চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সম্মিলিত আবৃত্তি জোটের অনুষ্ঠান শোক সন্তাপের হে পিতা

মুজাহিদুল ইসলাম

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে ‘শোক সন্তাপের হে পিতা’ শিরোনামে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের দুইদিনব্যাপী অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তের বরেণ্য শিল্পী ও কবিদের অংশগ্রহণে আবৃত্তি, কবিতাপাঠ ও কথামালাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল শেষ হয়েছে। নগরীর শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামে আবৃত্তি সংগঠনগুলোর যূথবদ্ধ পথচলার প্রাচীনতম মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের এ আয়োজন গতকাল ২০ আগস্ট বিকেল ৫টায় দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় কথামালার মধ্য দিয়ে।

সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বরেণ্য আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য রূপা চক্রবত্তী, বেলায়েত হোসেন, মাসকুর এ সত্তার কল্লোল এবং বাংলা একাডেমির উপ পরিচালক ড. শাহাদাত হোসেন নিপু।
অনুষ্ঠানে কবিতাপাঠ পর্বে কবি আলী প্রয়াসের সঞ্চালনায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি ফাউজুল কবির, সাথী দাশ, রিজোয়ান মাহমুদ, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, হোসাইন কবির, সেলিনা শেলী, জিল্লুর রহমান, কামরুল হাসান বাদল, সাজিদুল হক, মোহাম্মদ জোবায়ের এবং মনিরুল মনির।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সংগঠনের শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করেন। এ পর্বে আবৃত্তি করেন ফেনীর পূবালীর সভাপতি সমরজিৎ দাশ টুটুল, ঢাকা স্বরকল্পনের সভাপতি ফয়জুল্লাহ সাঈদ, ঢাকার ত্রিলোকের সভাপতি মাসুম আজিজুল বাসার, ঢাকার হরবোলার সভাপতি মজুমদার বিপ্লব, ঢাকার কন্ঠশীলনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, স্বণন ঢাকার সাধারণ সম্পাদক নাজমুল আহসান, কুমিল্লার কারুকন্ঠ আবৃত্তি পাঠশালার সভাপতি আবু নাছের মানিক, ঢাকার মুক্তধারা আবৃত্তি সংগঠনের তামান্না সারোয়ার নীপা, ঢাকার চারুকন্ঠের জি এম মোর্শেদ, সিলেটের শ্রুতির পরিচালক সুকান্ত গুপ্ত, মাদারীপুরের ধৈবত আবৃত্তি ভূমির সভাপতি ইমরান সাগর, কুমিল্লার কন্ঠসাধনের সাধারণ সম্পাদক সারওয়ার নাঈম, ময়মনসিংহের উদয়দিগঙ্গণের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল।

বৃন্দ আবৃত্তি করে জোটভুক্ত সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, দৃষ্টি চট্টগ্রাম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একুশ আবৃত্তি ও মানবিকতা চর্চা কেন্দ্র, উদীরণ আবৃত্তি নীড় এবং পা-ুলিপি আবৃত্তি দল। দুইদিনের এ আয়োজন সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, প্রণব চৌধুরী, শাহরীয়ার তানজিম, জেবুন নাহার শারমিন, শারমিন মুস্তারী নাজু, অণির্বান চৌধুরী এবং উমেসিং মারমা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট