চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাত চরিত্রে চট্টগ্রামের অপর্ণা ঘোষ

না. দো. প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০১৮ | ১:১৪ পূর্বাহ্ণ

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ সংগ্রামী মানুষের গল্প নিয়ে নির্মিত ‘ভার’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। আরাফাত সেতুর রচনায় নাটকটির চিত্রনাট্য-পরিচালনা করেছেন ম্যাক কামাল।
এই নাটকটিতে অপর্ণা ঘোষকে দর্শক একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। এতে তার বিপরীতে রয়েছেন নির্জন আজাদ। এছাড়া নাটকটির সংগ্রামী একটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী শরীফুল।
নাটকটির গল্প নিয়ে ম্যাক কামাল বলেন, মা ছাড়া কেউ নেই খোকনের। হঠাৎ দুর্ঘটনায় তার মা পা ভেঙে ঘরবন্দি। কিন্তু ছেলের কাছে মাকে সুস্থ করে তোলার অর্থ নেই। তাই টাকা উপার্জনের জন্য মাকে ছেড়ে শহরে চলে আসেন খোকন। ঘড়ি ধরে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন সে। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যায়। খোকন মাকে নিয়ে সব সময় একটা ঘোরের মধ্যে থাকে।
‘এক কথায় বলতে গেলে এ দেশের লক্ষ লক্ষ অসহায় খোকন আছে, যারা প্রতিনিয়ত সংগ্রাম করছে পরিবার আর নিজের বেঁচে থাকা জন্য। এমন মা ছেলের মানবিক একটা গল্পই এটি। আশা করি নাটকটি দেখে সব মায়েদেরই হৃদয়টা কিছুক্ষণের জন্য হলেও ভার হয়ে যাবে’, যোগ করেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট