বর্তমান সময়ের ব্যস্ত মডেল তারেক খান এর স্বাধীনতা উৎসবকে সামনে রেখে একটি ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও ‘চোখে রেখে চোখ’ ডিজিটাল ইউনিক এর ব্যানারে বেরিয়েছে। এতে তারেক খানের সাথে কাজ করেছেন মডেল জেসমিন। ইতোমধ্যে দু’জনে দর্শকের নজরে এসেছেন। এ মিউজিক ভিডিওতে তাদের উপস্থিতি সরব।
তারেক খান অনেকগুলো কাজ করেছেন ফেয়ার টার্চ মিডিয়ার ফ্যাশন শো এবং ম্যাগাজিন সম্ভারে। আমরা তার সাফল্য কামনা করি। তিনি যেন আগামীতে এ জগতে নিজের জন্য সুদৃঢ় অবস্থান তৈরি করতে পারে।