চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আইফ্লিক্সে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ঝরাপাতার শেকড়

না. দো. প্রতিবেদক

১৪ মার্চ, ২০২০ | ১:৩০ পূর্বাহ্ণ

মধ্যবয়স্ক রইস উদ্দিন। চাপা দুঃখ নাড়া দিলে সুখ খুঁজে বেড়ান অপরিচিত নারীর দেহে। অল্পবয়স্কা যুবতী লাকী, পেটের দায়ে সাড়া দেয় পুরুষের ডাকে। সেই একই কারণে সাড়া দেয় রইস উদ্দিনের ডাকেও, তবে জুড়ে দেয় অভিনব এক শর্ত। দীর্ঘ আলাপচারিতায় নিজের জীবনের সমস্ত কাহিনী বলে যায় অবলীলায়। রাখাইন রাজ্যে সব হারানোর কথা, বাংলাদেশে পালিয়ে আসার কথা এবং মিয়ানমার আর্মির অত্যাচারের কথা। লাকীর দুঃখের আড়ালে চাপা পড়ে যায় রইস উদ্দিনের সমস্ত দুঃখ। পরিশেষে তাদের দুজনের দুঃখতরী একই ঘাটে নোঙর করে। কেঁপে ওঠে তাদের অন্তরাত্মা।
গল্পকার আহমেদ মনসুরের রচনায় সাদেক সাব্বিরের পরিচালনায় এমন এক গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরাপাতার শেকড়’। যা ইতোমধ্যে ছায়াছবি উৎসবে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ ছবি বিভাগে মনোনীত হয়েছে, গ্রামীণফোনের উদ্যোগে রিলহান্ট প্রতিযোগিতায় স্থান পেয়েছে শ্রেষ্ঠ দশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কালচারাল ডাইভাস্টি প্রতিযোগিতায় একুশটি দেশের চলচ্চিত্রের মধ্যে স্থান করে নিয়েছে প্রথম পঞ্চাশে। নানা সফলতা পাওয়া শেষে স্বল্পদৈর্ঘ্যরে এ চলচ্চিত্রটি গতকাল রিলিজ হলো দেশের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম আইফ্লিক্সে। যেখানে যেকোনও দর্শক সম্পূর্ণ ফ্রিতে তা উপভোগ করতে পারবেন।
পরিচালক বলেন, ‘‘আমার অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে পছন্দের কাজ ‘ঝরাপাতার শেকড়।” ১৫ মিনিটের এ চলচ্চিত্রে দর্শক ভিন্নকিছু পাবেন। আশাকরি সকলের ভালো লাগবে।’’
দর্শকদের উদ্দেশ্য লেখক বলেনÑ “গল্পটি রোহিঙ্গা সংকট নিয়ে হলেও, আঙ্গিক এবং ক্ষেত্রটা সম্পূর্ণ পৃথক। চলচ্চিত্রে পরিচালক এটিকে আরও দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আশাকরি অন্যরকম একটা স্বাদ পাবেন দর্শকরা।”
এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান, এসময়ে আরেক জনপ্রিয় অভিনেত্রী সোমা ফেরদৌস ও নিশু শিকদারসহ আরো অনেকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট